Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিভাবে যাবেন

উপায়-১। ঢাকা গুলিস্থান হতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার  যাত্রাবাড়ি টোল প্লাজা হয়ে সাইনবোর্ড ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড  দিয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকা  রাস্তার পশ্চিম পাশে (সাবেক ডি এন্ড ,ডি হাসপাতাল) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নারায়ণগঞ্জ চার তলা ভবনের ৩য় তলা।




উপায়-২। ঢাকার কমলাপুর রেল স্টেশনএর মেইন গেট থেকে দক্ষিণ দিক দিয়ে শহরতলী প্লাটফর্ম হয়ে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনে চড়ে নারায়ণগঞ্জ পাগলা রেল স্টেশন নেমে রিক্সা/অটোরিক্সা/অন্য যে কোন যানবাহনের মাধ্যমে জালকুড়ি বাসস্ট্যান্ড ডি এন্ড ,ডি হাসপাতাল) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নারায়ণগঞ্জ চার তলা ভবনের ৩য় তলা। *********অথবা ট্রেন থেকে চাষাড়া রেল স্টেশন নেমে চাষাড়া গোল চত্বর থেকে উত্তর দিকের রাস্তা ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড  দিয়ে নতুন কোর্ট- জেলা পরিষদ-শিবু মার্কেট হয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড আসা যাবে।



উপায়-৩। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি, রাংগামাটি, বান্দরবন, কক্সবাজার  এসব জেলা গুলো হতে ঢাকাগামী রাস্তায় নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রীজ হয়ে চিটাগাং রোড  গোল চত্বর  দক্ষিণ দিকের  রাস্তায় ইপিজেড ( সাবেক আদমজী জুট মিলের) এর সামনে দিয়ে আদমজী ২ নম্বর গেট  নেমে পশ্চিম দিকের রাস্তায় রিক্সা/অটোরিক্সা/অন্য যে কোন যানবাহনের মাধ্যমে জালকুড়ি বাসস্ট্যান্ড আসা যাবে অথবা সাইনবোর্ড ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড  দিয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড।



উপায়-৪। মুন্সিগঞ্জ জেলা হইতে স্থল পথে মুক্তারপুর ব্রীজ হয়ে নারায়ণগঞ্জ চাষাড়া ঢুকে চাষাড়া গোল চত্বর থেকে উত্তর দিকের রাস্তা ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড  দিয়ে নতুন কোর্ট- জেলা পরিষদ-শিবু মার্কেট হয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড আসা যাবে। অথবা নদী পথে আসলে নারায়ণগঞ্জ নদী-বন্দর নেমে ২ নম্বর গেট স্থল পথের যে কোন যানবাহনের মাধ্যমে চাষাড়া হয়ে জালকুড়ি বাসস্ট্যান্ড আসা যাবে